coronavirus

Covid 19: রাজ্যে নতুন আক্রান্ত এক ধাক্কায় ন’শোর নীচে, মৃত্যু ১৮, সক্রিয় রোগী ১৮ হাজারের কম

সংক্রমণ অনেকটাই কমেছে কলকাতায়। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ৬৪ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সংক্রমণ কিছুটা কমেছে উত্তর ২৪ পরগনাতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ২০:১৯
Share:

গ্রাফিক: সন্দীপন রুইদাস

রাজ্যে এক লাফে অনেকটাই কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৮৮৫-তে। গত মার্চের শেষের দিকে শেষবারের জন্য সংক্রমণ কমে ৯০০-এর নীচে এসেছিল। এই সময়ের মধ্যে রাজ্যে কমেছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে দৈনিক করোনা পরীক্ষার পরিমাণ। ৪০ হাজার ৩৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই কারণে করোনা সংক্রমণের হার সামান্য বেড়ে হয়েছে ৩.২১ শতাংশ।

উল্লেখযোগ্য ভাবে কলকাতাতেও কমেছে সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ৬৪ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যেমন ভাবে দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় ৯৪ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, তেমনই ব্যস্ত শহর কলকাতাতেও অনেকটা কমেছে সংক্রমণ। তবে এখনও রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা রয়েছে ১৭ হাজারের উপরে। রাজ্যে এখন মোট ১৭ হাজার ৯৫০ জন করোনা আক্রান্ত রয়েছেন। তবে রবিবারের তুলনায় তা অনেকটাই কম। রবিবার সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৭৮০। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯-তে।

Advertisement

জেলার হিসাবে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে কলকাতায়। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ৬৪ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সংক্রমণ কিছুটা কমেছে উত্তর ২৪ পরগনাতেও। সেখানে ১০৯ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৩৪, হুগলিতে ৪৬, হাওড়ায় ৪৩, পূর্ব বর্ধমানে ৬১, পশ্চিম বর্ধমানে ৪৪, নদিয়ায় ৭৩ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

প্রতিদিনই গড়ে আড়াই থেকে তিন লক্ষের কাছাকাছি রাজ্যে টিকাকরণ হলেও সাধারণত প্রতিটি রবিবারই টিকাকরণের সংখ্যা কিছুটা কম থাকে। সেই কারণে শেষ ২৪ ঘণ্টায় টিকাকরণের হার অনেকটাই কমেছে। এই সময়ের মধ্যে টিকা পেয়েছেন ৬৯ হাজার ২০৬ জন। রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ২ কোটি ২৬ লক্ষ ৬০ হাজার ৫৪৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement