পরিযায়ী শ্রমিকদের নিয়ে পোস্ট দেবের। —ফাইল চিত্র।
লকডাউনের মধ্যে মদের দোকানেও ভিড় জমছে। তা হলে শুধু পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়েই এত টালবাহানা কেন? ভিন্ রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে যখন কেন্দ্র ও রাজ্যের মধ্যে সঙ্ঘাত চলছে, ঠিক সেই সময় এমনই প্রশ্ন তুললেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।
রবিবার সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তোলেন দেব। টুইটার ও ইনস্টাগ্রামে দু’টি আলাদা পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমার মনে হয়, সপ্তাহে কমপক্ষে একবার ট্রেন পরিষেবা চালু করা উচিত, যাতে নিজেরাই ঘরে ফিরতে পারেন পরিযায়ী শ্রমিকরা এবং কোনও সরকারই একে অপরকে দোষারোপ করতে না পারে।’’
বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আগের মতো ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেলে ট্রেনগুলিতে ভিড় হতে পারে এবং সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না বলে ইতিমধ্যেই দুশ্চিন্তা প্রকাশ করেছেন অনেকে। কিন্তু দেবের বক্তব্য, ‘‘ট্রেনে ভিড় হওয়া অথবা সামাজিক দূরত্ব বজায় না রাখা নিয়ে দুশ্চিন্তা হলে বলে রাখি, মদের দোকানগুলিতে কী এর চেয়ে বেশি ভিড় হচ্ছে না? ফের ভেবে দেখুন।’’
A post shared by Dev Adhikari (@imdevadhikari) on
দেবের ইনস্টাগ্রাম পোস্ট।
আরও পড়ুন: লকডাউন শেষে প্রথম সপ্তাহই অগ্নিপরীক্ষা, কর্মী-নিরাপত্তায় জোর কেন্দ্রের
আরও পড়ুন: ১৭ মে-র পর কতটা লকডাউন? কাল মুখ্যমন্ত্রীদের নিয়ে মোদীর বৈঠক
পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সঙ্ঘাতের সূত্রপাত শনিবার। শ্রমিকদের ঘরে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সে দিন একাধিক অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ অসহযোগিতা করছে বলে দাবি করেন তিনি।
তার পর গতকাল রাতে রেলমন্ত্রকের তরফেও একই অভিযোগ করা হয়। শনিবার রাতে একটি টুইট করে বলা হয়, অমিত শাহ চিঠি দেওয়ার পরেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তৎপর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রেলমন্ত্রকের এই দাবি বেঠিক এবং বিভ্রান্তিকর বলে রাজ্যের তরফে পাল্টা টুইট করেন স্বরাষ্ট্রসচিব। তার পরেই পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে মুখ খুললেন দেব।