করোনার সংক্রমণ রুখতে এই অভিনব পন্থা নিল পুলিশ। —নিজস্ব চিত্র।
মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে রাস্তায় ডনবৈঠক করতে হল পুরুলিয়া জেলার একদল বেপরোয়া যুবককে। করোনার সংক্রমণ রুখতে এই অভিনব পন্থা নিল পুলিশ। এই নিদানকে স্বাগত জানিয়ে জেলা পুলিশকে বাহবা জানাচ্ছেন শহরের বাসিন্দারা।
করোনার মতো অতিমারির দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার বার সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ। মাইকের মাধ্যমে প্রচারের পাশাপাশি অডিয়ো বার্তা দিয়ে নেটমাধ্যমে চলছে প্রচার। এমনকি, জেলার বিভিন্ন থানা এলাকায় পথচলতি মানুষদের সচেতন করা হচ্ছে। অভিযোগ, এত কিছুর পরেও এক শ্রেণির বেপরোয়া মানুষ মাস্ক না পরেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
জেলা সাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতিদিন জেলায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার পুরুলিয়া সদর থানা থেকে করোনা সচেতনতায় প্রচার করা হয়। এই প্রচারে ছিলেন সদর থানার আইসি শেষকুমার এবং ডিএসপি (আইন শৃঙ্খলা ) আশিস রায়। সাধারণ মানুষ ও দোকানদারদের মাস্ক পরতে এবং দোকানে বিনা মাস্কে প্রবেশ নিষেধ করার পোস্টার লাগানোর কথাও বলা হয়েছে।
তবে এ সবের মাঝে মাস্কহীন বেশ কয়েক জন বেপরোয়া যুবককে শাস্তি দেয় পুলিশ। বুধবার এই সচেতনতার প্রচারে প্রায় ১৫ জন যুবক পুলিশের হাতে ধরা পড়েন। মাস্ক না পরার নানা অজুহাত দেখালেও তাঁদের ১০ থেকে ২০টি ডনবৈঠক করানো হয়।