তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে আরও চার জন ভিআইপি-র করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলল। সেই তালিকায় নজরকাড়া নাম হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর স্ত্রীর কোভিড ধরা পড়ার পরে তাঁকে সোমবার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনায় আক্রান্ত হন। বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এ ছাড়াও আক্রান্ত হয়েছেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁদের এ দিন দুর্গাপুর থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। এর আগে নবান্নে একাধিক কর্মী-অফিসার করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে সপ্তাহে দু’দিন নবান্নে জীবাণুনাশের কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।