Chief Secretary

মৃত্যু নিয়ে কারণ নেই বিভ্রান্তির: মুখ্যসচিব

কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের অভিযোগ, কলকাতা পুরসভা নিজেরা গত কয়েক দিনে ১০টি মৃতদেহের সৎকার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৪:০৭
Share:

মুখ্যসচিব রাজীব সিংহ

রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে প্রাণহানি নিয়ে বিভ্রান্তির কোনও কারণ নেই বলে শুক্রবার জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিংহ। তাঁর ব্যাখ্যা, ‘‘কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ-পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা পাঁচ। অডিট কমিটি যে-মৃত্যুর কথা জানাবে, সরকার সেই তথ্য প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী এ কথা আগেই জানিয়েছেন। কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এই বিষয়ে কিছু বললে তা দুর্ভাগ্যজনক।’’

Advertisement

কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের অভিযোগ, কলকাতা পুরসভা নিজেরা গত কয়েক দিনে ১০টি মৃতদেহের সৎকার করেছে। তাঁর বক্তব্য, মৃতদের পরিবারের হাতে ওই সব দেহ তুলে দেয়নি প্রশাসন, কারণ, তাঁরা সকলে কোভিড-১৯ পজ়িটিভ। এই অভিযোগ তুলে শুক্রবার কলকাতা পুরসভার দেওয়া সেই মৃতদের তালিকা সংবাদমাধ্যমের সামনে আনেন বাবুল। ওই সব মৃত্যুর খবর সংবাদমাধ্যমের একাংশেও প্রকাশিত হয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হইচই শুরু হয়।

এই প্রেক্ষিতেই মুখ্যসচিব এ দিন নবান্নে বলেন, ‘‘এই নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই। কারণ, এই ধরনের তালিকা প্রকাশ করার কোনও আইনি অধিকারই নেই কলকাতা পুরসভার। মৃত্যুর কারণ লেখারও কোনও অধিকার নেই তাদের।’’

Advertisement

মুখ্যসচিব জানান, এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এক হয়ে কাজ করছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সব তথ্যই দিল্লিকে জানাচ্ছে। এই নিয়ে অযথা গুজব বা মিথ্যা খবর ছড়ানোর প্রয়োজন নেই। ‘‘কেন্দ্রের কোনও প্রতিনিধি স্বাস্থ্য দফতরের তথ্য ছাড়া অন্য কোনও তথ্য নিয়ে কথা বললে আমরা তার জবাব দিতে বাধ্য নই। সময়টা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। অভিযোগ তোলার সময় এটা নয়,’’ বলেছেন মুখ্যসচিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement