Coronavirus in West Bengal

করোনা সংক্রমণ এড়াতে ভিডিয়ো কনফারেন্সে শুনানির সিদ্ধান্ত পুরুলিয়া আদালতের

বিচারাধীন বন্দিদের সশরীরে হাজির না করে সংশোধনাগার থেকে আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৯:৫২
Share:

পুরুলিয়া জেলা আদালত। নিজস্ব চিত্র।

পুরুলিয়া জেলা জুড়ে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা। এর জেরে শুক্রবার ফৌজদারি মামলায় অভিযুক্তদের ক্ষেত্রে সশরীরে শুনানি এড়ানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিল জেলা আদালত।

Advertisement

বিচারাধীন বন্দিদের সশরীরে হাজির না করে সংশোধনাগার থেকে আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পেশ করার নির্দেশ দিয়েছেন পুরুলিয়া জেলা ও দায়রা বিচারক মনোজকুমার শর্মা। শুক্রবার বিকেলে এই মর্মে আদালতের তরফে একটি নির্দেশিকা জারি হয়। এই নির্দেশিকা পুরুলিয়া জেলা সংশোধনাগারের পাশাপাশি রঘুনাথপুর মহকুমা সংশোধনাগারের সুপারকেও পাঠানো হয়।

বিচারবিভাগীয় নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভিডিয়ো কনফারেন্স বা তার চেয়েও উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে যেন সংশোধনাগার থেকে আদালতকে বিচারাধীন বন্দিকে দেখানো হয়’। তবে আদালতের বিশেষ নির্দেশ থাকলে তবে সেই বন্দিকে সশরীরে আদালতে পেশ করা যেতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement