সামাজিক দূরত্ব বাজায় রাখতে প্রচার। ছবি: পিটিআই।
রাজ্যের কিছু এলাকায় (হাই রিস্ক স্পট) বেশি কোভিড আক্রান্তের সন্ধান। নির্দেশিকা তার প্রেক্ষিতে
• আক্রান্তের প্রথম এবং দ্বিতীয় যোগে আসা ব্যক্তিদের সর্বাধিক গুরুত্ব দিয়ে চিহ্নিতকরণ
• উপসর্গহীন, কম-ঝুঁকিপূর্ণ, পরোক্ষে আক্রান্তের সংস্পর্শে আসা রোগীদের গৃহ পর্যবেক্ষণ
• উপসর্গযুক্ত (প্রথম এবং দ্বিতীয় যোগে আক্রান্ত) ৪৫ বছরের বেশি বয়সি, অন্য অসুখ রয়েছে, এমন ব্যক্তিদের হাসপাতাল আইসোলেশনে
• আক্রান্তের প্রাইমারি, সেকেন্ডারি কনট্যাক্টদের প্রাতিষ্ঠানিক কোয়রান্টিন
• উপসর্গ থাকলে হাসপাতাল বা প্রাতিষ্ঠানিক কোয়রান্টিনে নমুনা পরীক্ষা বাধ্যতামূলক
• এলাকা-হাসপাতাল জীবাণু মুক্ত করা
আরও পড়ুন: করোনা: মেডিক্যালে আক্রান্ত মা, সতর্কতা
আরও পড়ুন: করোনা চিকিৎসায় এ বার ‘ব্লাড ট্রান্সফিউশন’, এটি কেমন পদ্ধতি? কতটা লাভ হবে?
• ঘরে ঘরে জ্বরে নজরদারি
• বাড়ি বাড়ি সমীক্ষায় রক্ষাকবচ বাধ্যতামূলক
• আইসিএমআরের নির্দেশিকা মেনে ফ্রন্টলাইন কর্মীদের হাইডক্সিক্লোরোকুইন
• ফিভার ক্লিনিকে পিপিই আবশ্যক
• ‘সারি’ রোগীদের পরীক্ষা করতেই হবে
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)