গ্রাফিক: শৌভিক দেবনাথ।
করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার দৈনিক হারে ফের বৃদ্ধি ঘটল। শতাংশের নিরিখে গত ২৪ ঘণ্টার যে পরিসংখ্যান মিলেছে, তা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এক দিনে সুস্থ রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি নিম্নমুখী হয়েছে নতুন করে আক্রান্তের সংখ্যা। ‘রিকভারি রেট’ বা সুস্থতার হারে উন্নতি হলেও শতাংশের হিসেবে দৈনিক সংক্রমণের হার (পজিটিভিটি রেট)-ও সামান্য বেড়েছে। জুলাইয়ের পর থেকে গোটা রাজ্যে দৈনিক মৃত্যুও কমেছে উল্লেখযোগ্য ভাবে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কোভিড রোগীর মৃত্যু হয়েছে কলকাতায়।
বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩.৯৮ শতাংশে। বুধবার তা ছিল ৩.৯৬ শতাংশ। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। বৃহস্পতিবার রাজ্যে ৩৯ হাজার ৯১৯ জনের। এর মধ্যে ১,৫৯০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার রাজ্যে মোট ৪১ হাজার ৬৭টি কোভিড টেস্ট করা হয়েছিল। তার মধ্যে মোট ১,৬২৮টি রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ শতাংশের হিসেবে সংক্রমণ বাড়লেও সংখ্যার হিসেবে তা কিছুটা কমেছে।
স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৪৩ হাজার ২১৪ জন। যদিও তার মধ্যে ৫ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ফলে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ১৯৩। সক্রিয় রোগীর হিসেবে সংখ্যাটি বুধবারের তুলনায় (১৫ হাজার ৬৮৯) কম।
বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,০৫৪ জন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সুস্থতার হার ৯৫.৪৫ শতাংশ। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। বুধবার এই হার ছিল ৯৫.৩৫ শতাংশ।
কোভিড-১৯ সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যাও সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বুধবার প্রকাশিত বুলেটিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৪। এ পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৯,৫০৫-এ। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যার হিসেবে প্রথম তিনটি স্থানে রয়েছে কলকাতা (৯), উত্তর ২৪ পরগনা (৭) এবং হাওড়া (৬)।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)