—নিজস্ব চিত্র।
করোনা আবহে তারাপীঠ মন্দির খোলা। তবে মঙ্গলবার অমাবস্যা তিথিতেও দেখা নেই ভক্তদের। এ যেন অঘোষিত বন্ধ চলছে।
তারাপীঠ মন্দিরে প্রায় সব সময়ই ভক্তদের ভিড়ে গমগম করে। মন্দিরে পুজো দিতে দূরদূরান্তের বহু দর্শনার্থী ছুটে আসেন। কিন্ত, রাজ্য জুড়ে আংশিক লকডাউনের মধ্যে মঙ্গলবার অমাবস্যা তিথিতেও মন্দিরের সেবায়েত ছাড়া ভক্তদের ভিড় চোখে পড়েনি। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “কমিটির তরফে মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনার মধ্যেও মন্দির খোলা। কিন্ত দর্শনার্থী নেই বললেই চলে৷ অমাবস্যা তিথিতে মানুষের ভিড় উপচে পড়ে। কিন্তু, আজ লোকজন নেই৷” তবে ফাঁকা মন্দিরেই যাবতীয় আচার মেনে পুজো চলছে।
মন্দির কমিটি জানিয়েছেন, করোনার আবহে ভক্তদের জন্য যাবতীয় স্বাস্থ্যবিধি পালনে জোর দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। মন্দির চত্বরে দূরত্ববিধি মেনে চলা ছাড়াও ভক্তদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে।
দর্শনার্থীদের ভিড় না থাকায় মাথায় হাত মন্দিরের আশপাশের ব্যবসায়ীদের৷ এর আগেও টানা তিন মাস লকডাউনে মন্দির বন্ধ ছিল। যার জেরে ব্যবসায় মার খেতে হয়েছিল তাঁদের। এ বার করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে ফের ক্ষতির মুখে তাঁরা। পুলক চট্টোপাধ্যায় নামে এক হোটেল ব্যবসায়ী বলেন, “তারাপীঠের সমস্ত হোটেল ফাঁকা। এ বছর অমাবস্যার দিনেও ভিড় নেই৷ আগের লকডাউন কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন ব্যবসায়ীরা। কিন্তু লকডাউনের জন্য ফের আগের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।”