maharashtra

‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমিতদের বিনামূল্যে চিকিৎসা হবে মহারাষ্ট্রে, জানাল উদ্ধব সরকার

‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমিতদের চিকিৎসায় ‘অ্যাম্ফোটেরিসিন বি’ ব্যবহার করা হচ্ছে। সেই ওষুধের দাম কমানোর কথাও ভাবছে মহারাষ্ট্র সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৯:২২
Share:

করোনা আক্রান্ত রোগী পিটিআই

মহারাষ্ট্রে করোনা আক্রান্তদের শরীরে বেড়েই চলেছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা ‘মিউকরমাইকোসিস’ নামক ছত্রাকের সংক্রমণ। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ওই রাজ্যে। এ বার উদ্ধব সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, যাঁরাই ওই রোগে আক্রান্ত হবেন, তাঁদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসার এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের চালু করে করা ‘মহাত্মা ফুলে জান আরোগ্য যোজনা’ নামে যে স্বাস্থ্য বিমা প্রকল্প রয়েছে, তার আওতায় রাজ্যের এক হাজার হাসপাতাল রয়েছে। সেখানেই বিনামূল্যে এই রোগের চিকিৎসা করানো হবে। ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগের চিকিৎসায় মূল ছত্রাক-প্রতিরোধী ওষুধ ‘অ্যাম্ফোটেরিসিন বি’ ব্যবহার করা হচ্ছে। সেই ওষুধের দাম কমানোর কথাও ভাবছে মহারাষ্ট্র সরকার।

Advertisement

রাজেশ তোপে বলেন, ‘‘অ্যাম্ফোটেরিসিন বি’ ওষুধটির দাম অনেক বেশি। সাধারণ মানুষের পক্ষে অনেকক্ষেত্রেই কেনা সম্ভব হচ্ছে না। আমরা দামের বিষয়টি খতিয়ে দেখে কীভাবে তা কমানো যায়, চিন্তা-ভাবনা করছি।’’ বিশেষজ্ঞরা বলছেন, ‘মিউকরমাইকোসিস’ রোগের সঠিক চিকিৎসা না হলে বিপজ্জনক হতে পারে। জলগাঁওয়ের ইএনটি বিশেষজ্ঞ সঞ্জীব জামবারে জানান, ‘‘ওই রোগে আক্রান্তদের দৈনিক চিকিৎসার খরচ ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকা। খরচ শুনেই অনেকে চিকিৎসা করাতে চান না। পিছিয়ে আসেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement