—ফাইল চিত্র।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ভারত। এর মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। তিনিই অধিনায়কত্ব করবেন দ্বিতীয় টেস্টে। ভারতীয় দলের সব খবর।
আইপিএলে ক্রিকেটার কেনার পর্ব শেষ। কী ভাবে নিজেদের তৈরি করবে দশ দল? আইপিএলের খবর। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। তার মধ্যে রয়েছে একটি বড় ম্যাচ। বায়ার্ন মিউনিখ মুখোমুখি প্যারিস সঁ জঁ-র। রয়েছে পাকিস্তান-জ়িম্বাবোয়ে এক দিনের ম্যাচ, আইএসএলের ম্যাচ।
প্রথম টেস্টে জিতে সিরিজ় শুরু ভারতের, রোহিতদের সব খবর
অস্ট্রেলিয়া সিরিজ়ে প্রথম টেস্টেই জিতেছে ভারত। তা-ও আবার পার্থের মতো অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটিতে। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম হওয়ার পর অস্ট্রেলিয়াকে শুরুতেই উড়িয়ে দেবে ভারত, এ কথা ভাবা যায়নি। পরের টেস্ট অ্যাডিলেডে। দিন-রাতের ম্যাচে, গোলাপি বলে খেলা। নিঃসন্দেহে আরও কঠিন লড়াই। কী ভাবে তৈরি হচ্ছে ভারত? সব খবর।
আইপিএলের নিলাম শেষ, দশ দল তৈরি, বেছে নিতে হবে প্রথম একাদশ ও অধিনায়ক, সব খবর
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইপিএলের নিলাম শেষ। দশটি দলের ক্রিকেটার কেনার প্রক্রিয়া শেষ। এ বার প্রথম একাদশ গুছিয়ে নেওয়ার পালা। অধিনায়কত্ব কারা করবেন, সেটিও কিছু দলের ক্ষেত্রে এখনও অজানা। আইপিএলের সব খবর।
চ্যাম্পিয়ন্স লিগে ন’টি ম্যাচ, রয়েছে বায়ার্ন মিউনিখ-পিএসজি খেলা
আন্তর্জাতিক বিরতির পর আবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। আজ ন’টি ম্যাচ। তার মধ্যে রয়েছে একটি বড় ম্যাচ। বায়ার্ন মিউনিখ মুখোমুখি প্যারিস সঁ জঁ-র। রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি, বার্সেলোনা, আর্সেনালের খেলাও। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে ফেনর্ডের সঙ্গে। বার্সা মুখোমুখি ব্রেস্টের, আর্সেনালের সামনে স্পোর্টিং। চারটি খেলাই রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে ইন্টার মিলান-লিপজিগ, ইয়ং বয়েজ়-আটলান্টা, লেভারকুসেন-সালসবার্গ ম্যাচ। রাত ১১:১৫ থেকে রয়েছে এসি মিলান-ব্রাতিস্লাভা, অ্যাটলেটিকো মাদ্রিদ-স্পার্টা প্রাহা ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ় বাঁচানোর লড়াইয়ে পাকিস্তান
আজ রয়েছে জ়িম্বাবোয়ে বনাম পাকিস্তান দ্বিতীয় এক দিনের ম্যাচ। তিন ম্যচের সিরিজ়ে প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে জিম্বাবোয়ে। আজ পাকিস্তান হারলেই সিরিজ়ও হারবে। খেলা শুরু দুপুর ১টা থেকে।
আইএসএলে মুম্বই বনাম পঞ্জাব ম্যাচ
আইএসএলে আজ মুম্বই বনাম পঞ্জাব ম্যাচ। সাত ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে পঞ্জাব। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট মুম্বইয়ের। আজ খেলা মুম্বইয়ে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।