গ্রাফিক সনৎ সিংহ
বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল অনেকটা। সেই সঙ্গে জেলাভিত্তিক দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে বহু দিন পর শীর্ষ উঠে এল কলকাতা। গত তিন দিন রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যু সংখ্যা এক অঙ্কে সীমাবদ্ধ থাকলেও বৃহস্পতিবার আবার তা দু’অঙ্ক ছুঁয়ে ফেলে। এ দিন অনেকটাই বেড়েছে সংক্রমণের হার। কমেছে টিকাকরণের সংখ্যা।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। এই দিনের হিসেব ধরে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯। কলকাতায় বৃহস্পতিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে জেলাভিত্তিক তালিকায় দ্বিতীয় স্থানে নেমে আসা উত্তর ২৪ পরগনায় শেষ ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭৯ জন। তালিকায় তার পরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুর। বিগত কয়েক সপ্তাহের বিচারে দার্জিলিঙে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ল বুধবারের তুলনায়।
রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু বেড়ে দাঁড়াল ১২। এখনও পর্যন্ত কোভিডে প্রাণ গিয়েছে ১৮ হাজার ৩৩৭ জন। এ দিন কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৮১ জন। বৃহস্পতিবার রাজ্যে সংক্রমণের হারও বেড়ে হল ১.৪৩। এ দিন কোভিড পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ১১৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমে হল ন’হাজার ৬৫৩। উল্লেখযোগ্য ভাবে কলকাতায় বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা দেওয়া হয়েছে দু’লক্ষ ৭৫ হাজার ২৮৩টি। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তির সংখ্যা তিন কোটি ৫২ লক্ষ ৩৩ হাজার ৭৬ জন।