গ্রাফিক: সনৎ সিংহ।
গত মঙ্গলবার থেকেই বাড়ছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এ বার ন’দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ পৌঁছে গেল ৭০০-র উপর। কলকাতাতেও এই নিয়ে টানা পাঁচ দিন দৈনিক আক্রান্ত ১০০ পার। রবিবার সংক্রমণের হারেও বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে দৈনিক কোভিডে মৃত্যু। গত তিন দিনের তুলনায় এ দিন রাজ্যে টিকাপ্রাপ্তের সংখ্যা কমেছে।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০৭ জন। এ দিনও জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ কয়েক দিন ধরেই ১০০-র উপর। রবিবারও সেখানে সংক্রমিত হয়েছেন ১১৯ জন। তালিকায় তার পরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, হাওড়া, পূর্ব বর্ধমান।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১১ জন। গত সোমবার থেকেই রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যু দু’অঙ্কে ছিল। শনিবার তা কমে এক অঙ্কে আসার পর ফের দুই অঙ্ক ছুঁল রবিবারে। এ দিন রাজ্যে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৬২। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা এ দিন কিছুটা কমে হয়েছে আট হাজার ৬৫২। অন্য দিকে রবিবার ধরে কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা টানা ১৫ দিন বা়ড়ল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন চার লক্ষ ১৬ হাজার ৩৮০ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাপ্রাপ্তের সংখ্যা চার কোটি ৩২ লক্ষ চার হাজার ৯৬৯।