গ্রাফিক শৌভিক দেবনাথ
বৃহস্পতিবার কমলেও শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা আবার এক লাফে অনেকটা বাড়ল। টানা তিন দিন ধরে পাঁচশোর ঘরেই রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতায় আবার দু’শো ছাড়াল। দৈনিক সংক্রমণের হারও বেড়ে দেড় শতাংশের কাছে পৌঁছে গেল। তবে দৈনিক মৃত্যুতে বজায় থাকল নিম্নগতি।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫০ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত ২১৭ জন। তবে কমল উত্তর ২৪ পরগনায়। নতুন আক্রান্ত ৮১ জন। এই জেলায় বিগত কয়েক দিন ধরেই ১০০-র নীচে রয়েছে দৈনিক আক্রান্ত। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও কমল নতুন আক্রান্তের সংখ্যা। তিন জেলায় সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৩৫, ৩১ ও ২৭ জন। ফের বাড়ল নদিয়া (৩৪)-তে। উত্তরবঙ্গের দার্জিলিঙে কমলেও দৈনিক আক্রান্ত বাড়ল জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে পাঁচ জনের। এর মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনায় এক জন করে রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সংক্রমণমুক্ত হয়েছেন ৫৩২ জন। সংক্রমণের হার বেড়ে দাঁড়াল ১.৪৯ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১৬ জনের। রাজ্যে আবার বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। বেড়ে হল সাত হাজার ৪৪৬। কলকাতায় সক্রিয় রোগী বেড়ে দাঁড়াল দু’হাজার ৪১৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন তিন লক্ষ আট হাজার ১৬৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ১০ কোটি ১৭ লক্ষ ২৯ হাজার ২৩২।