গ্রাফিক শৌভিক দেবনাথ
শুক্রবার ধরে পর পর তিন দিন রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ ৭০০-র উপরে। বৃহস্পতিবার একটু কমলেও এ দিন তা ফের ৭৫০ ছাড়াল। জেলাভিত্তিক হিসেবে কলকাতাকে টপকে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। মৃত্যুও একলাফে অনেকটা বেড়ে ফের দু’অঙ্কে পৌঁছল। তবে কমেছে সংক্রমণের হার।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন। সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ধরা পড়়েছে উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। জেলাভিত্তিক তালিকায় তার পরেই রয়েছে কলকাতা। মহানগরীতে এ দিন সংক্রমিত হয়েছেন ১২৭ জন। দৈনিক সংক্রমণের ঊর্ধ্বগতির জেরে উদ্বেগ বাড়ছে নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া নিয়ে।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যু এক অঙ্কেই ছিল। শুক্রবার তা একলাফে এতটা বাড়ল। কলকাতায় এ দিন পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণের হার গতকালের তুলনায় কিছুটা কমেছে। কোভিড পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৬৩৪ জনের। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা আট হাজার ২১৯। সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ১১ হাজার ৬২৭ জন। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা চার কোটি ৫৮ লক্ষ ৯০ হাজার ৪ জন।