ফাইল চিত্র।
গত শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা যেখানে মাত্র ৩১ ছিল, এক সপ্তাহের মধ্যে তা বেড়ে ১৪০- এর কাছে পৌঁছে গেল দেড়শোর কাছাকাছি। প্রায় তিন মাস পর শুক্রবার একশো ছুঁয়েছিল বঙ্গের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তা আরও বাড়ল। দৈনিক সংক্রমণের হারও বাড়তে বাড়তে পৌঁছে গেল ২ শতাংশের কাছে। সেই সঙ্গে রাজ্যে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা (অ্যাক্টিভ রোগী)-ও একশোর কাছাকাছি বেড়েছে। তবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।
চলতি বছরের শুরুতে যে স্ফীতি লক্ষ্য করা গিয়েছিল, তা স্তিমিত হওয়ার পর ওঠানামার মধ্য দিয়েই চলছিল দৈনিক সংক্রমণ। তবে তা একশোর নীচেই ছিল। গত ৩-৪ দিন ধরে বাড়তে বাড়েত শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা হয় ১০৭। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ১৭৩ জন।
রাজ্যে দৈনিক সংক্রমণের হারও গত চার দিন ধরে ১ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয় ১.৮২ শতাংশ। রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ রোগী সংখ্যা ৬৬২ জন।