Coronavirus in West Bengal

Coronavirus in west Bengal: পাঁচ দিন পর আবার দৈনিক আক্রান্ত একশোর নীচে, কমল সংক্রমণের হারও

রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ২২:৪৮
Share:

ফাইল ছবি।

রবিবার রাজ্যে আরও কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। কমে তা নেমে নেমে এল একশোর নীচে। নতুন সংক্রমণ কলকাতায় কমেছে। তবে অপরিবর্তিত থাকল উত্তর ২৪ পরগনায়। পর পর চার দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য ছিল। রবিবার রাজ্যে দু’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

Advertisement

রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯০ জন। কলকাতায় আক্রান্ত ১৪ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনায়। ওই জেলাতেও নতুন করে ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৯। কলকাতা আর উত্তর ২৪ পরগনা বাদে রাজ্যের বাকি সব জেলায় দৈনিক আক্রান্ত ১০-এর নীচে রয়েছে।

রবিবার রাজ্যে সংক্রমণের হারও কমে হয়েছে ০.৪২ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ২১ হাজার ২১০ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হয়েছে এক হাজার ৬৫৩।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement