COVID-19

Coronavirus in West Bengal: রাজ্যে করোনায় নতুন আক্রান্ত ফের বাড়ল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১৯, কলকাতায় শতাধিক

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শুধুমাত্র কলকাতায় আক্রান্ত ১২৬ জন। উত্তর ২৪ পরগনায় ১১৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৯:৫৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের শতাধিক। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা নিম্নমুখী হলেও তা দুই অঙ্কের ঘরেই রয়েছে। যদিও দৈনিক টিকাকরণ বেড়ে সাড়ে ৫ লক্ষাধিক হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। শুধুমাত্র কলকাতায় আক্রান্ত ১২৬ জন। উত্তর ২৪ পরগনায় ১১৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনায় ৫৯, হুগলিতে ৪৫, নদিয়ায় ৩৯ এবং হাওড়ায় আক্রান্ত ৩৬ জন। পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৭৫। সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার কমে হয়েছে ১.৭০ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তাঁদের মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৪ জন। কলকাতায় ৩ জন আক্রান্ত মারা গিয়েছেন। নদিয়ায় ২, কালিম্পং এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত ১৮ হাজার ৮৪৮ জন সংক্রমিত মারা গিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আগের দিনের তুলনায় টিকাকরণ বেড়েছে। মঙ্গলবার সকালে মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৬৯ হাজার ৭১৭ জনকে টিকা দেওয়া হয়েছে।

Advertisement

টিকাকরণের মতোই দৈনিক কোভিড পরীক্ষার সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৩৬টি কোভিড পরীক্ষা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement