State News

রাজ্যে করোনার শিকার বেড়ে ৯৯, শেষ ২৪ ঘণ্টায় মৃত ১১

নতুন করে গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২০ ১৮:১১
Share:

ছবি: পিটিআই।

রাজ্যে করোনার কারণেই মৃতের সংখ্যা ১০০ ছুঁইছুঁই। শনিবারের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সরাসরি করোনার কারণেই মৃত্যু হয়েছে ৯৯ জনের। বাকি ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে।

Advertisement

এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। একই সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে, ১ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৭২ জন।

স্বরাষ্ট্রসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৩ হাজার ৬০১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ৩৯ হাজার ৩৬০ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে। সরকারি কোয়রান্টিনে রয়েছেন ৫ হাজার ৪৪৮ জন। সেখান থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৭৯৬ জন। নতুন করে হোম কোয়রান্টিনে রয়েছেন ৯ হাজার ৪৯০ জন। মুক্ত হয়েছেন ৬৬ হাজার ৪৭৯ জন। রাজ্যে এই মুহূর্তে কোয়রান্টিন সেন্টার রয়েছে ৫৮২টি। কোভিড-১৯ হাসপাতাল রয়েছে ৬৮টি।

আরও পড়ুন: উপসর্গ কমলে টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছুটি, বিতর্কে নতুন কেন্দ্রীয় নিয়ম

Advertisement

আরও পড়ুন: দেশে করোনায় মৃত প্রায় ২ হাজার, শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত ২০ হাজারের কাছাকাছি

আরও পড়ুন: বিবর্তিত হতে হতে করোনা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে, বলছে গবেষণা

এ দিন স্বরাষ্ট্রসচিব বলেন, “প্রতি দিনই কোভিড-১৯ টেস্টের সংখ্যা বাড়ছে। রাজ্য সরকার করোনা মোকাবিলায় সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বেড়েছে ল্যাবের সংখ্যাও। এখন ১৮টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement