প্রতীকী ছবি।
করোনা আক্রান্ত বিভিন্ন জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে দেশ জুড়েই কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ওই দল পাঠানো হচ্ছে বলে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গেরও কয়েকটি জেলাতেও কেন্দ্রীয় দল যাবে বলে নবান্নকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যেই সোমবার কেন্দ্রীয় একটি দল রাজ্যে এসে পৌঁছছে। সোমবার সেই দল প্রথমে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ (নাইসে়ড)-এ যায়। সেখান থেকে দলটি পৌঁছয় নবান্নে।
এ রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি কেন্দ্রীয় দল আসছে বলে আগেই জানা গিয়েছিল। কলকাতা-সহ উত্তরবঙ্গের তিনটি এবং দক্ষিণবঙ্গের চারটি জেলায় যাবে ওই দল। প্রাথমিক ভাবে ওই দলে ১০ জন সদস্য থাকবেন বলে জানানো হয়। দু’টি ভাগে ভাগ করা এক একটি দলে পাঁচ জন করে সদস্য থাকবেন। জানানো হয়েছে, একটি দল ঘুরে দেখবে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় দলটি যাবে জলপাইগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়িতে। ওই জেলাগুলির যে সব জায়গায় করোনা সংক্রমণ ছড়িয়েছে কেন্দ্রীয় দল সেই জায়গাগুলি ঘুরে দেখবে। বাস্তবে সেই জায়গাগুলির কী পরিস্থিতি তা-ও খতিয়ে দেখবে কেন্দ্রীয় ওই দল।
আরও পড়ুন: সঙ্গত কারণ না দেখিয়ে রাজ্যে কেন আসছে কেন্দ্রীয় দল? প্রশ্ন তুললেন মমতা
আরও পড়ুন: মেডিক্যালে আরও ৪ চিকিৎসক করোনায় আক্রান্ত, নেগেটিভ রিপোর্ট ৫৫ জনের
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)