—ফাইল চিত্র।
পূর্ব মেদিনীপুরের পর এ বার উত্তর ২৪ পরগনা জেলায় করোনা-পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রীয় দল। সেই সঙ্গে দার্জিলিঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাদের। সেই প্রস্তুতিও সেরে ফেলেছেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
করোনা-পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এ রাজ্যে এসেছে দু’টি কেন্দ্রীয় দল। দক্ষিণবঙ্গে পাঁচ সদস্যের কেন্দ্রীয় দলটি মঙ্গলবার সকালে পরিদর্শনে বেরিয়ে পড়েন। অন্য দিকে, উত্তরবঙ্গে যে কেন্দ্রীয় দলটি রয়েছে, তাঁদের সদস্যরা ইতিমধ্যেই নিজেদের মধ্যে একটি বৈঠক সেরে নিয়েছেন। এ দিন দার্জিলিঙেও যেতে পারে ওই দলটি।
এ দিন সকালবেলা দক্ষিণবঙ্গের কেন্দ্রীয় দলটি প্রথমে পৌঁছয় বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে। হাসপাতালের ভিতরে না ঢুকলেও বাইরে থেকেই ছবি তোলেন দলের সদস্যরা। ওই এলাকায় কী অবস্থা, লকডাউন মানা হচ্ছে কি না এবং বেলেঘাটা বাজারে কী রকম ভিড় হচ্ছে— এ সবই খতিয়ে দেখেন কেন্দ্রীয় দলটির সদস্যরা। এর পর সেখান থেকে তাঁরা যান সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালে আপাতত কোভিড-১৯ সংক্রমিতরা চিকিৎসাধীন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মেনে তাঁদের চিকিৎসা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখে কেন্দ্রীয় দলটি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন ওই দলের সদস্যরা।
আরও পড়ুন: রেড-অরেঞ্জ-গ্রিন জোনে ভাগ করে রাজ্যে ২১ মে পর্যন্ত লকডাউন প্রস্তুতি
আরও পড়ুন: রেড জোন কলকাতার কোন কোন জায়গা অতি স্পর্শকাতর, দেখে নিন
আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় অতি স্পর্শকাতর এলাকা কোনগুলি, তা দেখে নিন
করোনায় সংক্রমিত হয়ে সল্টলেকের ওই হাসপাতালেই শহরের দুই চিকিৎসক ভর্তি ছিলেন। পরে তাঁদের মৃত্যু হয়। এ বিষয়েও এ দিন খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় দলের সদস্যরা। সল্টলেকের পর তাঁরা উত্তর ২৪ পরগনার দিকে রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা।
আরও পড়ুন: ক্লাব ভ্যানিশ, সরকারের লক্ষ টাকা নেতার পকেটে
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরের অতিস্পর্শকাতর এলাকা কী কী জেনে নিন
কেন্দ্রীয় দলের সদস্যরা আগেই রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, তাঁরা কোথায় কোথায় যেতে চান। সেই তালিকা অনুযায়ী বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন তাঁরা। এ ছাড়া, ওই তালিকার বাইরেও কোনও জায়গায় যাওয়া উচিত মনে করলে সেখানেও যাচ্ছেন দলের সদস্যরা।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)