বেহালা থেকে বাঙুরে যাওয়া রোগী পজিটিভ। ছবি: পিটিআই
এ বার সংক্রমণের আশঙ্কায় কোয়রান্টিনে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের তিন চিকিৎসক। করোনার উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছিলেন বেহালার ওই হাসপাতালটিতে। পরে পাঠিয়ে দেওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। পজিটিভ এল সেই রোগীর টেস্ট রিপোর্ট। সে কথা জেনেই বিদ্যাসাগর হাসপাতালের তিন চিকিৎসককে কোয়রান্টিনে পাঠিয়ে দেওয়া হল মঙ্গলবার। আরও দুই স্বাস্থ্যকর্মীকেও কোয়রান্টিনে পাঠানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।
গত বুধবার প্রবল শ্বাসকষ্টে থাকা এক রোগীকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ওই রোগীকে প্রথমেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সাম্প্রতিক বিদেশ সফরের কোনও ইতিহাস না থাকায় তাঁকে এম আর বাঙুরে ভর্তি নেওয়া হয়নি। বিদ্যাসাগর হাসপাতালের সুপারের কাছে ওই রোগীকে ভর্তি নেওয়ার নির্দেশ পৌঁছয়। কিন্তু ভর্তি হওয়ার পরেও তাঁর শ্বাসকষ্ট কমেনি এবং ধারাবাহিক ভাবে তা চলছিল বলে জানা গিয়েছে। তাই পরেই তাঁকে এম আর বাঙুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সোমবার ওই রোগীর লালারস পরীক্ষার রিপোর্ট আসে। জানা যায় যে, তিনি কোভিড-১৯ পজিটিভ। সে খবর বিদ্যাসাগর হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়। সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তৎপর হন। ওই রোগী যখন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি ছিলেন, তখন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাঁর সংযোগে এসেছিলেন যে চিকিৎসকরা, তাঁদের কোয়রান্টিনে পাঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: বাড়ি ফিরতে চাই, বান্দ্রায় হাজারো পরিযায়ী শ্রমিকের বিক্ষোভে লাঠিচার্জ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, তিন চিকিৎসককে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে এখনও করোনায় আক্রান্ত হওয়ার কোনও উপসর্গ নেই। তাই প্রাতিষ্ঠানিক কোয়রান্টিনে তাঁদের পাঠানো হয়নি। হোম কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আপাতত অন্তত ১৪ দিন ওই তিন চিকিৎসককে নিজেদের বাড়িতে থাকতে হবে অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। এক নার্স এবং এক অ্যাটেন্ড্যান্টকেও কোয়রান্টিনে পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: তৃণমূলের অভিনেত্রী-সাংসদের বাবার করোনা, ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো হল দ্বিতীয় নমুনা
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)