SUCI

গণ-সাহায্যের আহ্বান

বেশ কিছু ক্ষেত্রে ‘টেলিমেডিসিন’ পরিষেবা ও সেফ হোমও চলছে দলীয় উদ্যোগে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ০৫:৪৩
Share:

প্রতীকী ছবি।

কোভিড ও ইয়াস মোকাবিলায় সাধারণ মানুষের কাছে তাদের পাশে দাঁড়ানোর আবেদন জানাল এসইউসি। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের দাবি, ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বহু চিকিৎসকদের সাহায্যে তাঁদের দলের তরফে জেলায় জেলায় কোভিড ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে, যার মাধ্যমে বহু মানুষ পরিষেবা পেয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে ‘টেলিমেডিসিন’ পরিষেবা ও সেফ হোমও চলছে দলীয় উদ্যোগে৷ তিনি জানান, কলকাতা, পূর্ব মেদিনীপুরে সেফ হোমের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণায় একটি অক্সিজেন পরিষেবা কেন্দ্রও চলছে। মোট ১৫৬টি স্বেচ্ছাসেবী সংস্থা, ৩১৫ জন চিকিৎসক এবং ২৮০৪ জন স্বেচ্ছাসেবক এই কাজ করছেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি প্রভৃতি জেলায় চালানো হচ্ছে গণ-কিচেন। এই সমস্ত কাজেই আরও বেশি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন চণ্ডীদাসবাবু, তরুণ নস্কর, তরুণ মণ্ডলেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement