Coronavirus in West Bengal

করোনা আক্রান্ত হয়ে রাজ্যের আরও এক চিকিৎসকের মৃত্যু

রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে চিকিৎসক মহল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৩:১৮
Share:

সিউড়ি জেলা হাসপাতালে কর্মরত ছিলেন চিকিৎসক অমল রায়। —নিজস্ব চিত্র।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যু হল। সিউড়ি জেলা হাসপাতালে কর্মরত ছিলেন চিকিৎসক অমল রায়। করোনার উপসর্গ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল বোলপুরের কোভিড হাসপাতালে। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলাকালীন হঠাৎ শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বেশ কিছুদিন সেখনে ভর্তি ছিলেন ওই চিকিৎসক।

Advertisement

কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে মেদিনীপুরের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। বাড়িতে অক্সিজেন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার রাত থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আজ, মঙ্গলবার ভোরে অমল রায়ের মৃত্যু হয়। রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে চিকিৎসক মহল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক রাজীব পান্ডে বলেন, “করোনায় আক্রান্ত হয়ে মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। মানসিক সমস্যাও হয়েছিল। তাঁকে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা যান। তাঁর পরিবারের পাশে আমরা সব সময় রয়েছি।”

আরও পড়ুন: করোনাজয়ীরা এখন শহর কলকাতার নব্য ব্রাহ্মণকুল, সুপার সিটিজেন্‌স

Advertisement

আরও পড়ুন: রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, আশা জাগিয়ে সামান্য বাড়ল সুস্থতার হার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement