Coronavirus in West Bengal

এক দিনে ফের সর্বোচ্চ সংক্রমণ রাজ্যে, মৃত ৬৩

রাজ্য স্বাস্থ্য দফতরের এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ২১:৪৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সব গণ্ডি টপকে এ বার এক দিনে করোনা সর্বোচ্চ সংক্রমণের মাইলফলকটা বৃহস্পতিবার ছুঁয়ে ফেলল রাজ্য। সেই সঙ্গে মাঝে ২৪ ঘণ্টার বিরতি দিয়ে মৃতের সংখ্যাও ফের ষাটের উপরে চলে গেল। উদ্বেগ বাড়িয়ে চড়ল সংক্রমণের হারের গ্রাফটাও।

Advertisement

রাজ্য স্বাস্থ্য দফতরের এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ৩০। এ দিনই সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৭০ জন। যার ফলে রাজ্যে এখন মোট ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৫৪ জন। মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ ছড়ালেও, কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এ দিনও সুস্থতার হার ৮৭.৯৩ শতাংশ।

গত মঙ্গলবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬৩-তে। গতকাল তা কিছুটা কমে হয়েছিল ৫৮। এ দিন ফের ৬৩ জনের মৃত্যু হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। এই নিয়ে রাজ্যে ৫ হাজার ৪৩৯ জন প্রাণ হারালেন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। তবে উত্তর ২৪ পরগনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

গ্রাফের উপর হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: লাঠি, বোমা, গ্যাসে ধুন্ধুমার, উদ্ধার পিস্তল, শূন্য নবান্ন থেকে দূরেই বিজেপি

প্রতি দিন যত জন রোগীর কোভিড-টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত সংখ্যক রোগীর কোভিড-রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলা হয় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এ দিন সংক্রমণের হার ৮.৩১ শতাংশ। বুধবার যা ছিল ৮.১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪২ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন: ইট উড়তেই রণমূর্তিতে পুলিশ, মাথায় ডান্ডা খেয়ে পড়ে গেলেন রাকেশ

এ দিনও দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। এ দিন ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন মহানগরীতে। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ৭১৭। এ ছাড়া হাওড়ায় ২২৫, দক্ষিণ ২৪ পরগনায় ২২৪, হুগলিতে ১৮৫, পূর্ব মেদিনীপুরে ১২২, পশ্চিম মেদিনীপুরে ১০৩ এবং নদিয়ায় ১৩২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাওড়ায় ৬ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আলিপুরদুয়ারে ৬৬, কোচবিহারে ৯২, দার্জিলিঙে ৯৫ এবং জলপাইগুড়িতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement