ফাইল চিত্র।
কোভিড মোকাবিলায় পরিকাঠামোগত সহায়তা চেয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ বার তাঁর দাবি, মুর্শিদাবাদে ডিআরডিও-র অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হোক এবং জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীদের জন্য মেডিক্যাল অক্লিজেন কনসেন্ট্রেশন প্ল্যান্ট দেওয়া হোক। কোভিড মোকাবিলায় এই পদক্ষেপের জন্য ‘পিএম কেয়ার্স ফান্ড’-এর টাকা খরচ করার দাবি জানিয়েছেন অধীরবাবু। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে শুক্রবার তিনি লিখেছেন, মুর্শিদাবাদ দরিদ্রতম জেলাগুলির অন্যতম। এমনিই যেখানে মানুষের উপার্জন কম, সেখানে করোনা পরিস্থিতি জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। করোনায় সঙ্কটাপন্ন রোগীদের জন্য ৫০০ শয্যার অস্থায়ী ডিআরডিও হাসপাতাল করার দাবি জানিয়েছেন অধীরবাবু। তাঁর যুক্তি, ডিআরডিও-র এই বিষয়ে পারদর্শিতা আছে এবং অন্য রাজ্যে এমন কাজ করা হয়েছে। মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্টের দাবি আগেও কেন্দ্রের কাছে জানিয়েছিলেন বহরমপুরের সাংসদ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ফের তাঁর আর্জি, জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য অক্সিজেন কনসেন্ট্রেশন প্ল্যান্টের ব্যবস্থা করা হোক।