COVID-19

Covid-19: আবারও বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা, শীর্ষে উত্তর ২৪ পরগনা, কলকাতা

রাজ্যের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮ জন। বাংলায় মোট সংক্রমণের হার ৯.৩৪ শতাংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ২১:১৯
Share:

রাজ্যের করোনা পরিসংখ্যান গ্রাফিক: সনৎ সিংহ

রাজ্যে ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে সেই উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। কলকাতাতেও আক্রান্তের সংখ্যা ৮৬। এ ছাড়া হুগলি (৫৭), দক্ষিণ ২৪ পরগনা (৪৮), পূর্ব মেদিনীপুরে (৪৭) ও দার্জিলিংয়ে (৪৪) আক্রান্তের সংখ্যা বেশি।
১৮ অগস্ট, বুধবার, রাজ্যের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮ জন। বাংলায় মোট সংক্রমণের হার ৯.৩৪ শতাংশ। দৈনিক সংক্রমণের হার অবশ্য মাত্র ১.২৪ শতাংশ। দৈনিক সংক্রমণের হার কমলেও মোট সংক্রমণের হার এখনও দেশের অনেক রাজ্যের থেকেই বেশি রয়েছে বাংলায়।

Advertisement

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন দু’জন। তবে কিছুটা ভাল খবর কলকাতাবাসীর জন্য। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিডে এক জনেরও মৃত্যু হয়নি। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট ১৮ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে।

দেশের অনেক রাজ্যে যেখানে নমুনা পরীক্ষার সংখ্যা লাখের বেশি সেখানে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৬৪ লক্ষ ৯৪ হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এক দিনে রাজ্যে টিকা পেয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যের মোট ৩ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ২২৯ জন কোভিড টিকা পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement