Coronavirus in West Bengal

হাসপাতালের সুপার-সহ রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২

বুধবার বেলেঘাটা আইডি থেকে তিন জন ছাড়া পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, দু’-এক দিনের মধ্যে আরও দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ০২:৪৬
Share:

ছবি এএফপি।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় আছেন হাওড়া জেলা হাসপাতালের সুপার এবং এক স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘কয়েক জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ৮৩। তাঁদের মধ্যে তিন জন বাড়ি ফিরে গিয়েছেন। ফলে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা এখন ৮০।’’ রাতে নবান্ন সূত্রে বলা হয়, এঁদের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি পাঁচ জনের নমুনায় করোনাভাইরাসের সন্ধান মেলেনি। ফলে এখন রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৫।

Advertisement

বেশ কিছু দিন ধরে হালকা জ্বর থাকায় হাওড়া হাসপাতালের সুপারের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার রাতে রিপোর্ট পজ়িটিভ আসে। গত ৩১ মার্চ হাসপাতালে করোনা পজ়িটিভ এক মহিলার মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তাঁর সংস্পর্শে এসে সুপার আক্রান্ত হয়ে থাকতে পারেন।

সুপারের করোনা পজ়িটিভ হওয়ার খবর পেয়ে এ দিন সকাল থেকে স্বাস্থ্য ভবনের অন্দরে ব্যস্ততা শুরু হয়ে যায়। হাসপাতালের কাজের পাশাপাশি সুপার করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স-সহ জেলা প্রশাসনের একাধিক বৈঠকে হাজির ছিলেন। ফলে জেলা প্রশাসনের কর্তা, জেলা স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে কোয়রান্টিনের তালিকা দীর্ঘ।

Advertisement

বিকেলে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হাওড়া হাসপাতালের সুপার এবং এক স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ হয়েছে। তাই ওই হাসপাতালে নতুন কর্মিদল পাঠাতে হচ্ছে। অনেককেই কোয়রান্টিনে যেতে হবে।’’ হাওড়া এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রতি তাঁর অনুরোধ, ‘‘আপাতত হাওড়া হাসপাতালে যাবেন না। উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল এবং সঞ্জীবনী হাসপাতালে যান। সঞ্জীবনী বেসরকারি হাসপাতাল হলেও সেখানে সরকারই চিকিৎসার ব্যবস্থা করবে।’’

মমতার দেওয়া করোনা-তথ্য

• নতুন করে আক্রান্ত ১২
• সুস্থ হয়ে বাড়িতে ৩
• অ্যাক্টিভ করোনা পজ়িটিভ রোগী ৭৫
• মৃত্যু ৫
• নমুনা পরীক্ষা ১৮৮৬
• পিপিই বণ্টন করা হয়েছে ২,৪৮,১০০
• এন-৯৫ মাস্ক বণ্টন করা হয়েছে ১,৭৮,৫৫০
• অন্য মাস্ক বণ্টন করা হয়েছে ১১,০০,৯৫০
• স্যানিটাইজ়ার বণ্টন করা হয়েছে ৪৫০০০লিটার
• হাসপাতালে আইসোলেশনে ৪৪১৭
• ছাড়া পেয়েছেন ৫১৮৮
• গৃহ পর্যবেক্ষণে ৪৫৮৫৮
• ছাড়া পেয়েছেন ৯৩৯৬

হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এ দিন বৈঠক করেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। সুপারের সরাসরি সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোয়রান্টিনে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জেলাশাসক, পুলিশ সুপার ঘর থেকে কাজ করছেন বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যেই হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশীথ মণ্ডলের বদলির নির্দেশ বেরোয়। তাঁকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করে স্বাস্থ্য ভবনে আনা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পেয়েছেন পশ্চিম বর্ধমানের দেবাশিস হালদার।

এ দিকে, বুধবার বেলেঘাটা আইডি থেকে তিন জন ছাড়া পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, দু’-এক দিনের মধ্যে আরও দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

এ দিন নতুন করে আক্রান্তদের মধ্যে আট জন স্বভূমি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন অন্য আট জনকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাওড়ার বাসিন্দা দুই মহিলাও আক্রান্ত। পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালে সন্তোষপুরের বাসিন্দা বছর পঁয়ষট্টির এক মহিলার করোনা চিকিৎসা চলছে। মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বয়স্কা মহিলা। নাগেরবাজারের বেসরকারি হাসপাতালে এক সেবিকা করোনা-আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজ্যের সাত-আটটি ‘হটস্পট’কে ঘিরে তৈরি হওয়া ক্লাস্টার থেকে জ্বরের রোগীদের চিহ্নিত করতে ‘সন্ধানে’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে সরকার। আশা-কর্মীরা খবর সংগ্রহ করে তাতে দেবেন। সেই মতো ব্যবস্থা নেবে সরকার।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement