প্রতীকী ছবি।
উত্তরবঙ্গে করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে বিশেষ একটি মেডিক্যাল টিমকে শিলিগুড়ি পাঠানো হয়েছিল বুধবার রাতে। কিন্তু সেই দলেরই এক সদস্যের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে ২৫ জনের গোটা টিমকেই পাঠিয়ে দেওয়া হল কোয়রান্টিনে। ওই চিকিৎসককে আইসোলোশনে রেখে চিকিৎসা চলছে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করে করোনা নিয়ন্ত্রণের জন্য বিশেষ বাসে করে ওই দলটিকে শিলিগুড়ি পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে ২১ চিকিৎসক, ২ নার্স, ১ রেডিয়োলজিস্ট এবং ২ জন স্বাস্থ্যকর্মী-সহ ২৬ জনের দলটি শিলিগুড়ি পৌঁছয়।সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই ২৬ জনের সঙ্গে বাসের চালক ও সহকারি—সব মিলিয়ে ২৮ জনের লালরসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।বৃহস্পতিবার রাতেই সেই রিপোর্ট আসে। দেখা যায়, দলের এক চিকিৎসক করোনা-আক্রান্ত। ওই চিকিৎসক এক জন চক্ষু বিশেষজ্ঞ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে তাঁর দায়িত্ব নেওয়ার কথা ছিল।
রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত চিকিৎসককে আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকি ২৫ জনকে পাঠানো হয়েছে কোয়রান্টিনে। একই সঙ্গে বাসের চালক ও সহকারিকেও কোয়রান্টিনে পাঠানো হয়েছে— অর্থাৎ সব মিলিয়ে ২৭ জন।
আরও পড়ুন- করোনা উপসর্গ নিয়ে রোগীর মৃত্যু সাগর দত্ত হাসপাতালে, ভাঙচুর, তাণ্ডব
আরও পড়ুন- লকডাউনের মধ্যেই কোটা থেকে ফিরলেন ছাত্রছাত্রীরা
এই বিশেষ চিকিৎসক দল কোয়রান্টিনে চলে যাওয়ায়, নতুন দল পাঠানোর চিন্তা-ভাবনা করছে স্বাস্থ্যভবন। তবে সূত্রের খবর, কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায়, উত্তরবঙ্গে নতুন দল পাঠানো কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয়ে খোদ স্বাস্থ্য কর্তারা।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)