Coronavirus in India

মালদহে ফের শুরু পরীক্ষা

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ওই হাসপাতালে আগেই করোনা চিহ্নিতকরণে শুরু হয়েছিল লালারসের পরীক্ষা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৪:১৩
Share:

পরিদর্শন: চিকিৎসক অভিজিৎ চৌধুরী। মালদহে। নিজস্ব চিত্র

রবিবার থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিহ্নিতকরণে ৫০টি করে লালারসের নমুনা পরীক্ষা করা হবে। মালদহের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সন্দেহজনক রোগীদের লালরসের নমুনাও সেখানে পরীক্ষা করা হবে। শনিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

Advertisement

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ওই হাসপাতালে আগেই করোনা চিহ্নিতকরণে শুরু হয়েছিল লালারসের পরীক্ষা। চার দিনে সাত জন সন্দেহজনক রোগীর লালরসের পরীক্ষার পরেই প্রযুক্তিগত কারণে বন্ধ রাখা হয় এই পরীক্ষা। জেলার বাসিন্দাদের একাংশের দাবি, ভিন্‌ রাজ্য থেকে প্রচুর শ্রমিক ফিরেছেন। তাঁদের জন্য ‘র‍্যাপিড টেস্ট’ জরুরি।

শনিবার দুপুরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার প্রস্তুতি এবং সোয়াব পরীক্ষা ফের চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠক করেন করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্য অভিজিৎ চৌধুরী। বৈঠক শেষে তিনি অবশ্য বলেন, ‘‘করোনা চিহ্নিতকরণে সোয়াব পরীক্ষার পরিকাঠামো নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেব। তার পরে রাজ্য সরকার ঘোষণা করবে।’’ এ দিন দুপুরে তিনি হেলিকপ্টারে কলকাতা ফিরে যেতেই বিকেলে মুখ্যসচিব এখানে ফের পরীক্ষা চালুর বিষয়টি ঘোষণা করেন।

Advertisement

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, করোনা চিকিৎসায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে চালু করা হয়েছে ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড। কিন্তু সন্দেহজনক রোগীর লালারসের নমুনা পাঠানো হচ্ছিল কলকাতার নাইসেড-এ। শেষ পর্যন্ত ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ফর রিসার্চের অনুমোদন মেলায় ৮ এপ্রিল থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হয় সেই পরীক্ষা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন নাইসেড-এই নমুনা পাঠানো হচ্ছে।

এ দিন জেলায় করোনা চিকিৎসার সামগ্রিক প্রস্তুতি নিয়ে বৈঠক করেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং প্রশাসনিক আধিকারিক হৃদেশ মোহন। এ দিন দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে তাঁরা মালদহে পৌঁছন।

অভিজিৎ চৌধুরী বলেন, ‘‘জেলায় করোনা চিকিৎসার সামগ্রিক প্রস্তুতি নিয়ে চিকিৎসক এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলাম। এখনও মালদহে এক জনও করোনা-আক্রান্তের সন্ধান মেলেনি। কিন্তু তা বলে প্রস্তুতি থেমে থাকবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement