প্রতীকী ছবি।
করোনাভাইরাসের আতঙ্কের রেশ এ বার সরকারি অফিসেও। আগামিকাল বুধবার থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস বিকেল চারটের পরেই ছুটি হয়ে যাবে। এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুধুমাত্র যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁরাই বিকেল চারটের পর অফিসে থাকবেন। ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে।
অনেকে হাসপাতালে বা বাড়িতে পর্যবেক্ষণে থাকলেও মঙ্গলবার রাতের আগে পর্যন্ত কারও করোনা ধরা পড়েনি রাজ্যে। কিন্তু রাতেই করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে রাজ্যের এক পদস্থ আমলার ছেলের। তিনি গত রবিবার লন্ডন থেকে ফিরেছেন। তার পর থেকেই আতঙ্ক আরও জাঁকিয়ে বসেছে। তার জেরে বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নবান্ন সহ রাজ্যের সব সরকারি অফিসের কর্মীরা বিকেল চারটের পর ছুটি পাবেন।
পরে নবান্ন থেকে বিজ্ঞপ্তিতে জারি করে বলা হয়েছে, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা ছাড়া অন্য কর্মীরা আগামিকাল ১৯ মার্চ থেকে বিকেল চারটের পর অফিস ছাড়তে পারবেন।’’ করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ভয়ে এবং বড় জমায়েত এড়াতেই এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়াও পুরসভা, পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন এবং সরকারের অধিগৃহীত সংস্থাতেও এই নিয়ম কার্যকর করা হবে। ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: ছেলে ঘুরলেন শপিং মলে, নিজে অফিসে! নবান্নের আমলার ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
আরও পড়ুন: নবান্নের আমলার দায়িত্বজ্ঞানহীনতাই করোনা-আতঙ্ক বাড়াল কলকাতায়