State News

করোনার মোকাবিলায় আজ থেকে বন্ধ ট্রেন, মেট্রোও

একমাত্র বিশেষ প্রয়োজনে যাত্রীরা বিমানবন্দর, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড থেকে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ০৪:২৭
Share:

ছবি: সংগৃহীত।

দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই রবিবার মাঝরাত থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করার সিন্ধান্ত নিল রেল। মেল এক্সপ্রেস, প্যাসেঞ্জার ছাড়াও শহরতলির লোকাল ট্রেনও আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। বন্ধ থাকছে কলকাতা মেট্রো রেলও। অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের জন্য শুধুমাত্র মালগাড়ি চলবে।

Advertisement

পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ, সোমবার বিকেল ৫টা থেকে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে সরকারি-বেসরকারি বাস-মিনিবাস, ট্রাম, অটো, ট্যাক্সি, ভেসেল-সহ সব ধরণের গণপরিবহণ। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

একমাত্র বিশেষ প্রয়োজনে যাত্রীরা বিমানবন্দর, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড থেকে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পারবেন। স্বাস্থ্য-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছাড় দেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতিতে সেগুলি চালানো হতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: সাবধানতার অভাবেই কলকাতায় করোনা আক্রান্ত আরও ৩

আজ, সোমবার বিকেল ৫টা পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। সরকারি ডিপোগুলিতে আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য বাস মজুত রাখা হবে।

পথ- বৃত্তান্ত

রবিবার মাঝরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
• সব দূরপাল্লার ট্রেন,
• সব শহরতলির ট্রেন, মেট্রো

অসুস্থতা-সহ অন্য জরুরি প্রয়োজনে বিশেষ পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড। রাস্তায় অ্যাপ-ক্যাব না-নামলেও জরুরি প্রয়োজনে তাঁদের হেল্পলাইন নম্বর ০৩৩- ৪৬০২১৩১৬ ফোন করলে কলকাতার মধ্যে পরিষেবা মিলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement