প্রতীকী ছবি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থগিত করে দেওয়া হল উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। ১৫ এপ্রিল পর্যন্ত এই দুই পরীক্ষা স্থগিত থাকবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শনিবার জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের সতর্কীকরণের অঙ্গ হিসাবেই এই পদক্ষেপ করা হল।
দুই পরীক্ষাই শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ। আর তিনদিন পরীক্ষা হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘‘১৫ এপ্রিলের আগে বা পরে এই বিষয়ে কী পদক্ষেপ করা হবে তা রাজ্য প্রশাসনের উপর নির্ভর করছে। প্রশাসন পরবর্তীতে কী সতর্কীকরণ করে তা দেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্থগিত পরীক্ষাগুলির নতুন দিনক্ষণ স্থির করবে।’’ কয়েক দিন ধরেই বিভিন্ন শিক্ষক সংগঠন এই দুই পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছিল। দু’টি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লক্ষ।
সংসদের সভানেত্রী মহুয়া দাস এদিন জানিয়েছেন, এই দুই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি সংসদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র আগের নির্দেশ মতো ১ থেকে ৪ এপ্রিল স্কুলগুলির মধ্যে বিতরণ করা হবে। অপরিবর্তিত থাকছে উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট নোটবুক জমা দেওয়ার তারিখ। ৬ এবং ৭ এপ্রিল জমা দিতে হবে। সংসদ সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে, তার খাতা দেখার প্রক্রিয়া অপরিবর্তিতই থাকবে।
আরও পড়ুন: ভর্তি আরও এক, নমুনা গেল ৩ জনের
শিক্ষামন্ত্রী এ দিন জানান, তাঁদের কাছে অভিযোগ আসছে কোথাও কোথাও বেসরকারি স্কুল খুলে রাখা হচ্ছে। তিনি বলেন, ‘‘তাঁরা যেন রাজ্য সরকারের নির্দেশনামা মেনে চলেন।’’