প্রতীকী ছবি।
করোনা পরিস্থিতির জেরে জরুরি ওষুধপত্রের সঙ্কট এবং কালোবাজারি যাতে মাথাচাড়া না দেয়, তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল ‘ডক্টর্স ফর ডেমোক্র্যাসি’।ওই সংগঠনের তরফে চিকিৎসক অমিত পান, তমোনাশ ভট্টাচার্য ও অমিতাভ ভট্টাচার্যের বক্তব্য, বিজ্ঞানসম্মত সচেতনতার মাধ্যমেই করোনার সংক্রমণ এবং সঙ্কট মোকাবিলা করা সম্ভব। সাধারণ মানুষ এবং সরকার, উভয়কেই এই বিষয়ে সতর্ক হতে হবে। লকডাউন পরিস্থিতিতে জীবিকার সঙ্কটে পড়া অসংগঠিত শ্রমিক ও দৈনিক মজুরদের জন্য আর্থিক প্যাকেজের দাবিও করেছেন ওই চিকিৎসকেরা।