উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।—ফাইল চিত্র।
নার্সের পর এ বার করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসকও আক্রান্ত হলেন। সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সহকারী সুপার পদমর্যাদার চিকিৎসকের লালারসের নমুনায় বুধবার পজিটিভ পাওয়া গিয়েছে। রিপোর্ট পাওয়ার পরই তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই অসুস্থ বোধ করেন ওই চিকিৎসক। জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি তাঁকে কোয়রান্টিনে পাঠানো হয়। রাতেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। সূত্রের খবর, বুধবার বিকেলে তাঁর রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
এর আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক নার্সও আক্রান্ত হন। তিনি এই মুহূর্তে খড়িবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, গত ৩০ মার্চ কালিম্পঙের এক মহিলার মৃত্যু হয়। চেন্নাই ফেরত ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। পরে তাঁর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সেই মহিলার চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন ওই নার্স। ওই হাসপাতালেই মৃত্যু হয় এক রেলকর্মীর। তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের একাংশের ধারণা, হাসপাতাল থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে সহকারী সুপারের দেহে।
আরও পড়ুন: কড়াকড়ি হোক, বাড়াবাড়ি নয়, লকডাউন নিয়ে বললেন মমতা
সহকারী সুপারের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় আশঙ্কা ছড়িয়েছে হাসপাতালের সুপার এবং অধ্যক্ষকে নিয়েও। কারণ, গত কয়েক দিনে সুপার এবং অধ্যক্ষের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সুপার। কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব। সূত্রের খবর, সহকারী সুপারের সংস্পর্শে কতটা এসেছিলেন ওই তিন জন তা দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: আরও করোনা টেস্ট কিট ও পিপিই চাই, হাইকোর্টে জনস্বার্থ মামলা ফুয়াদের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)