Mamata Banerjee

টিকা, ওষুধ আর অক্সিজেন পাঠান, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতার

একাধিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য চিঠি লিখে টিকা কিনতে চাইলেও কেন্দ্রের অনুমতি মেলেনি। চিঠিতে এই বিষয়টিরও উল্লেখ করলেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৭:১৯
Share:

গ্রাফিক: নিরুপম পাল

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ—এই তিন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।

Advertisement

রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে এই তিনটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেন চিঠিতে। উল্লেখ করলেন, গত ২৪ ফেব্রুয়ারি চিঠি লিখে টিকা কিনতে চেয়েছিল রাজ্য সরকার, তবে কেন্দ্রের তরফ থেকে কোনও সাড়া মেলেনি।

একাধিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য চিঠি লিখে টিকা কিনতে চাইলেও কেন্দ্রীয় সরকারের অনুমতি মেলেনি। মোদীকে লেখা চিঠিতেও এই বিষয়টির উল্লেখ করলেন মমতা। অভিযোগ করেছেন, রাজ্য টিকা কিনে সাধারণ মানুষকে বিনামূল্যে দিতে চেয়েও পারেনি। কারণ কেন্দ্র টিকা সরবরাহ করেনি। চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচনের জন্য বাইরের অনেক মানুষ রাজ্যে আসছেন। কয়েকটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন তাঁরা। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেও এই ঘটনা ঘটছে। সেই কারণেই তিনটি বিশেষ পথ আমরা ঠিক করেছি, যেগুলির মধ্যে দিয়ে গেলে সংক্রমণ কিছুটা আটকে দেওয়া যাবে’।

Advertisement

প্রথমে উল্লেখ হয়েছে টিকাকরণের প্রসঙ্গ। প্রধানমন্ত্রীকে অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মমতা। লিখেছেন, ‘কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় জনঘনত্ব অত্যাধিক বেশি। এখানে রোগ আটকাতে গেলে বিপুল টিকাকরণ প্রয়োজন। কিন্তু রাজ্য সরকার যথেষ্ট টিকা পাচ্ছে না। এখনও পর্যন্ত ২.৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, দরকার ৫.৪ কোটি। আপনাকে (প্রধানমন্ত্রীকে) আবেদন, পশ্চিমবঙ্গ যাতে টিকা পায়, তার ব্যবস্থা করুন’।

দ্বিতীয় ও তৃতীয় বিষয়ের মধ্যে রয়েছে অক্সিজেন ও ওষুধ সরবরাহের প্রসঙ্গ। করোনার চিকিৎসায় প্রয়োজনীয় রেমডেসিভির এবং টসিলিজুম্যাব ওষুধটি পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে। এই দু’টি ওষুধ যে পরিমাণ প্রয়োজন, তা আসছে না। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা। রাজ্যে অক্সিজেনের যোগানও যথেষ্ট নেই বলে উল্লেখ করেন। অক্সিজেনের সরবরাহ যাতে যথেষ্ট পরিমাণে হয়, সেই বিষয়টি প্রধানমন্ত্রীকে দেখতে অনুরোধ করেছেন তিনি। করোনা রুখতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement