coronavirus

পরিযায়ীদের জন্য সমন্বয় কমিটির দাবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দাবি করেছেন, রাজ্যের পাশাপাশি জেলা স্তরেও ওই ধরনের কমিটি করা হোক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ১৩:৫৮
Share:

পরিযায়ী শ্রমিক ও অন্যদের ফেরানোর সুষ্ঠু ব্যবস্থা করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গড়ার দাবি জানালেন সোমেন মিত্র—ছবি:পিটিআই

ভিন্ রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অন্যদের ফেরানোর সুষ্ঠু ব্যবস্থা করার লক্ষ্যে সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গড়ার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে বুধবার তিনি দাবি করেছেন, রাজ্যের পাশাপাশি জেলা স্তরেও ওই ধরনের কমিটি করা হোক।

Advertisement

পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরার ট্রেনের খরচ কংগ্রেস দিয়ে দেবে বলে ঘোষণা করেছেন সনিয়া গাঁধী। কংগ্রেস সভানেত্রীর ওই নির্দেশের পরে রাজস্থানের কংগ্রেস সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, শ্রমিকদের কাছে ট্রেনের কোনও ভাড়া নেওয়া হবে না।

অজমের শরিফ থেকে ডানকুনি আসা ট্রেনের যাত্রীদের খরচ মিটিয়ে দেওয়ায় রাজস্থানের অশোক গহলৌত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সোমেনবাবু।

Advertisement

আরও খবর : কো-মর্বিডিটি তত্ত্ব কেন্দ্রেরও, বিরোধীদের কটাক্ষ তৃণমূলের

আরও খবর: দীর্ঘ নিভৃতবাস শেষে জুটল থালাভরা ভাত

পাশাপাশিই, মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিকদের প্রায় পাঁচ হাজার জনের তালিকা দু’দফায় মুখ্যসচিবের কাছে পাঠিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement