বেকারত্ব বিরোধী কনভেন সম্মেলন। নিজস্ব চিত্র।
শিক্ষা, স্বাস্থ্য, রেল, ব্যাঙ্ক, পরিবহণ প্রভৃতি ক্ষেত্রে বেসরকারিকরণের বিরুদ্ধে ও চাকরির দাবিতে দেশ জুড়ে যুব আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হল বেকারত্ব-বিরোধী জাতীয় কনভেনশনে। যুব সংগঠন ডিওয়াইও এবং ‘অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি’র উদ্যোগে অনলাইনে রবিবার ওই কনভেনশনের উদ্বোধন করেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আনন্দমোহন মাথুর। বেকারত্ব-বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য সর্বভারতীয় স্তরে অমরজিৎ কুমারকে সম্পাদক এবং এম উমাদেবীকে সভাপতি করে ২৪ রাজ্যের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ভার্চুয়াল কনভেনশনে ছিলেন ডিওয়াইও-র সর্বভারতীয় সভাপতি রামানজানাপ্পা আলদালি, সাধারণ সম্পাদক প্রতিভা নায়েক-সহ অন্যান্য যুব নেতৃত্ব। আগামী ৯ অগস্ট ‘ভারত ছাড়ো আন্দোলনের’ ঐতিহাসিক দিনে সকল শূন্যপদ পূরণ ও চাকরি প্রক্রিয়া অবিলম্বে সমাপ্ত করার জন্য সর্বভারতীয় স্তরে দাবি দিবস পালনের ডাক দেওয়া হয়েছে।