ছবি: সংগৃহীত।
আইএএস স্তরে বেশ কিছু রদবদল করল রাজ্য সরকার। সাম্প্রতিক নির্দেশিকায় সব থেকে উল্লেখযোগ্য স্বাস্থ্য দফতরের অন্যতম আমলার বদলি। স্বাস্থ্য দফতরের অধীন জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) অধিকর্তা গুলাম আলি আনসারিকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবের পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় এনএইচএমের দায়িত্ব পেয়েছেন স্কুলশিক্ষা দফতরের কমিশনার সৌমিত্র মোহন। প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, ফার্মাসিস্ট নিয়োগকে ঘিরে জটিলতার জেরেই গুলাম আলি আনসারিকে সরিয়ে দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমে রাজ্যের বিভিন্ন স্কুলে স্বাস্থ্য পরিষেবা প্রদানে ফার্মাসিস্ট নিয়োগের জন্য দু’বছর আগে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। নথি যাচাইয়ের পরেও তা বাতিল হয়ে যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার ঘটনা শাসক দলের ফার্মাসিস্ট সংগঠনকে সন্তুষ্ট করতে পারেনি। সোমবার নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাচক্রে, তার পরেই আইএএস বদলির নির্দেশিকা বেরোয়। তাতে আনসারির নাম আছে এবং নিয়োগ-বিতর্ককেই তাঁর বদলির কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ।
বন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা সুন্দরবন বিষয়ক দফতরের দায়িত্ব পেয়েছেন। প্রাণিসম্পদ বিকাশ দফতরের ভার থাকছে তাঁর হাতেই। সুন্দরবন দফতরের দায়িত্বে থাকা হৃদেশ মোহন বন দফতরের প্রধান সচিব হলেন। কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের অতিরিক্ত সচিব রণধীর কুমার অর্থ দফতরের অতিরিক্ত সচিব হলেন। অনিন্দ্যনারায়ণ বিশ্বাস হলেন স্কুলশিক্ষা দফতরের কমিশনার।
আরও পড়ুন: নানা পতাকার রং দেখছে কলকাতা, তাই আবির নিয়ে পথে নামছি: নচিকেতা