University of Calcutta

ঘরোয়া কোটা নিয়ে বিতর্ক

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ইঞ্জিনিয়ারিংয়ে মোট আসন ২৩৭টি। তার মধ্যে ফাঁকা রয়েছে ৮৯টি আসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৪:০৯
Share:

ফাইল চিত্র।

পরপর তিন দফায় অনলাইন কাউন্সেলিংয়ের পরেও ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাঁকা থেকে যাওয়া ৮৯টি আসনে শুধু রাজ্যের বাসিন্দাদের (ডোমিসাইল কোটা) মধ্য থেকেই ভর্তি নেওয়া হবে বলে নির্দেশ জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে ডোমিসাইল কোটা ছিল না, বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে থাকবে— এটা বিধিসম্মত কি না, তা নিয়ে বিতর্ক বেধেছে। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে ফোন ও মেসেজ করেও এই বিষয়ে কথা বলা যায়নি।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ইঞ্জিনিয়ারিংয়ে মোট আসন ২৩৭টি। তার মধ্যে ফাঁকা রয়েছে ৮৯টি আসন। বিকেন্দ্রীভূত ভর্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গে বাস করছেন, এমন প্রার্থীরা বা রাজ্যের স্থায়ী বাসিন্দাদের ছেলেমেয়েরাই শুধু ওই সব শূন্য আসনে ভর্তি হতে পারবেন। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা-তালিকায় অবশ্যই নাম থাকতে হবে প্রার্থীদের। ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু হয়েছে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement