কলকাতায় আইজিআর অফিসের সামনে বিক্ষোভ-জমায়েত। —নিজস্ব চিত্র।
চাকরিতে স্থায়ীকরণ, শ্রমিকদের প্রাপ্য অধিকার আদায়-সহ নানা দাবিতে অর্থ দফতরের অধীনস্থ জমি রেজিস্ট্রেশন অফিসে বিক্ষোভ সমাবেশ করে দাবিপত্র জমা দিলেন ডেটা এন্ট্রি অপারেটরেরা। কলকাতায় আইজিআর অফিস এবং পূর্ব বর্ধমান-সহ নানা জেলাতেই শুক্রবার এই কর্মসূচি পালন হয়েছে পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন অফিস কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে। তাদের অভিযোগ, ১৪ বছর ধরে ‘অবহেলা ও বঞ্চনা’ সহ্য করলেও সমস্যার সমাধান হচ্ছে না। কলকাতায় বিক্ষোভ সভায় ছিলেন প্রশান্ত নন্দী চৌধুরী, ইন্দ্রজিৎ ঘোষ, কাজী মামাদুল হক, গোপাল নন্দী প্রমুখ। তাঁদের দাবি, ২০২১ সালে নতুন চুক্তির সময়ে বেতন কাঠামো বিবেচনায় রাখা হবে এবং এখন কাউকে কর্মচ্যুত করা হবে না বলে আশ্বাস মিলেছে।