ফাইল চিত্র।
আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা আগেই বলেছিল বিজেপি। এ বার একই দাবি তুলল কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আশঙ্কা, পঞ্চায়েত ভোট এ বারও ‘রক্তাক্ত’ হবে। গত বার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেছিল কংগ্রেস, প্রদেশ সভাপতি অধীরবাবু নিজেই আদালতে সওয়াল করতে গিয়েছিলেন। এ বারও আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। বিধান ভবনে সোমবার অধীরবাবু বলেন, ‘‘পুলিশ-মস্তান মিলেমিশে বাংলায় অরাজকতা তৈরি করছে। পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হবে ধরে নিয়েই আমরা লড়তে যাব। এই প্রশাসন নিরাপত্তা দেবে না। তবে মানুষ এ বার প্রতিরোধ করবেন।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, বাংলায় ‘শূন্য থেকে মহাশূন্যের দিকে’ যাচ্ছে কংগ্রেস! বিজেপি-সহ বিরোধীদের সংগঠন নেই বলেই তারা এমন দাবি করছে।