Adhir Ranjan Chowdhury

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী চান অধীরও

গত বার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেছিল কংগ্রেস, প্রদেশ সভাপতি অধীরবাবু নিজেই আদালতে সওয়াল করতে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ০৯:২৫
Share:

ফাইল চিত্র।

আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথা আগেই বলেছিল বিজেপি। এ বার একই দাবি তুলল কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আশঙ্কা, পঞ্চায়েত ভোট এ বারও ‘রক্তাক্ত’ হবে। গত বার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেছিল কংগ্রেস, প্রদেশ সভাপতি অধীরবাবু নিজেই আদালতে সওয়াল করতে গিয়েছিলেন। এ বারও আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। বিধান ভবনে সোমবার অধীরবাবু বলেন, ‘‘পুলিশ-মস্তান মিলেমিশে বাংলায় অরাজকতা তৈরি করছে। পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হবে ধরে নিয়েই আমরা লড়তে যাব। এই প্রশাসন নিরাপত্তা দেবে না। তবে মানুষ এ বার প্রতিরোধ করবেন।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, বাংলায় ‘শূন্য থেকে মহাশূন্যের দিকে’ যাচ্ছে কংগ্রেস! বিজেপি-সহ বিরোধীদের সংগঠন নেই বলেই তারা এমন দাবি করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement