CPM

১৫ই বামেদের পাশে কংগ্রেসও

এ বার স্বাধীনতা দিবসে ‘সংবিধান বাঁচাও’ দিবসের ডাক দিয়েছে বামেরা। সেই কর্মসূচিতে শামিল হওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেসও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০২:৫৫
Share:

ঋণমুক্তির দাবিতে জেলায় জেলায় কৃষি ও গ্রামীণ মজুর সমিতির কর্মসূচি। —নিজস্ব চিত্র।

এ বার স্বাধীনতা দিবসে ‘সংবিধান বাঁচাও’ দিবসের ডাক দিয়েছে বামেরা। সেই কর্মসূচিতে শামিল হওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেসও। সিপিএমের রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছে, ১৫ অগস্ট জেলা ও ব্লক স্তরে যথাসম্ভব যৌথ ভাবেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামবে ১৬টি বাম ও সহযোগী দল এবং কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের অর্থনীতি, শিক্ষানীতি এবং ‘সংবিধান-বিরোধী’ নানা সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে ওই দিন।

Advertisement

তার আগে বৃহস্পতিবার ঋণ মকুবের দাবিতে পথে নেমেছিল সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি। তাদের দাবি, অতিমারির প্রেক্ষিতে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্তের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে। সব ধরনের ক্ষুদ্র ঋণ, মাইক্রো ফাইন্যান্স ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠীর ঋণ মকুবের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উপার্জনের বন্দোবস্তের দাবিও তুলেছে তারা। বিভিন্ন জেলায় এ দিনের কর্মসূচিতে ভিড় হয়েছিল ভালই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement