Congress

থানায় কংগ্রেসের বিক্ষোভের ডাক ১৯শে

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পটাশপুর বা নদিয়ার কৃষ্ণনগর— প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরে শুভঙ্কর সরকার সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ০৭:৫৭
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —ফাইল ছবি।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং একের পর এক ধর্ষণ তথা নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী ১৯ অক্টোবর রাজ্য জুড়ে সব থানায় বিক্ষোভ-অবস্থানের ডাক দিল প্রদেশ কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পটাশপুর বা নদিয়ার কৃষ্ণনগর— প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরে শুভঙ্কর সরকার সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছেন। কৃষ্ণনগরে গিয়েই বুধবার তাঁর ঘোষণা, ‘‘আগামী ১৯ তারিখ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একই সময়ে রাজ্যের ব্লক ও টাউন অঞ্চলে সব থানার সামনে কংগ্রেস নেতা-কর্মীরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান-বিক্ষোভ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে জবাব চাইবেন, দাবিপত্র দেবেন। এটা কোনও একটা-দু’টো পরিবারের ক্ষতির বিষয় নয়। আইনশৃঙ্খলার হাল খারাপ হলে অর্থনীতিতে তার প্রভাব পড়বে, ব্যবসাপাতি ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগ করতে কেউ ভরসা পাবেন না। কোনও হিংসার পথে না-গিয়ে আমরা প্রতিবাদ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement