কলকাতায় বরো কার্যালয়ের সামনে ডেঙ্গি নিয়ে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
শহরে ডেঙ্গি মোকাবিলায় আরও সক্রিয়তার দাবিতে এবং মহেশতলায় বজবজ রোড়ের বেহাল দশার প্রতিবাদে জোড়া বিক্ষোভে নামল কংগ্রেস। ডেঙ্গি রুখতে আরও তৎপরতার দাবিতে শনিবার প্রিন্স আনোয়ার শাহ রোডে কলকাতা পুরসভার ১০ নম্বর বরো কার্যালয় মশারি নিয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখান দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, প্রতি ওয়ার্ডের পুর-ক্লিনিকে রক্ত পরীক্ষার ব্যবস্থা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে, চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে হাসপাতালে, ডেঙ্গির চিকিৎসার নির্দিষ্ট রূপরেখা দিতে হবে সরকারকে। বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায় প্রমুখ। চেতলার মতো রাসবিহারী বিধানসভা এলাকার ওয়ার্ডগুলিতে সুপার স্পেশ্যালিটি স্বাস্থ্যকেন্দ্র খোলার দাবিও তোলা হয়েছে কংগ্রেসের তরফে।
বজবজ রোডের বেহাল দশার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ। —নিজস্ব চিত্র।
একই দিনে মহেশতলা পুরসভা এলাকার বজবজ ট্রাঙ্ক রোড মেরামতির দাবিতে পথ অবরোধ করে কংগ্রেস। ওই এলাকা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, ওই রাস্তার বেহাল অবস্থার কারণে গত কয়েক মাসে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। বিক্ষোভ এবং অবরোধে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, প্রাক্তন পুর-প্রতিনিধি প্রশান্ত মন্ডল, প্রফুল্ল সর্দার এবং অন্য নেতারা। সৌম্যের দাবি, ‘‘রাস্তা নির্মাণের বরাদ্দ টাকা খরচ হয়নি, দুর্নীতি হয়েছে। কঙ্কাল বেরিয়ে পড়েছে ‘ডায়মন্ড মডেলে’র! রাস্তা না পুকুর দেখে বোঝার উপায় নেই।’’ ঘণ্টাদুয়েক চলার পরে আশ্বাসে বিক্ষোভ ও অবরোধ উঠে যায়।