Congress

‘মহব্বতের ভান্ডার’ এ বার কলকাতায়

মধ্য কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে রবিবার নারকেলডাঙা বাজারে ওই দোকানের আয়োজন করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ০৬:২৭
Share:

কংগ্রেসের আয়োজনে মহব্বতের ভান্ডার। নারকেলডাঙায়। —নিজস্ব চিত্র।

ঘৃণার বাজারে ভালবাসার দোকান খোলার কথা কর্নাটকে বিধানসভা নির্বাচনের সময় থেকে বলে আসছেন রাহুল গান্ধী। এ বার কলকাতায় প্রতীকী মহব্বতের ভান্ডার সাজিয়ে কম দামে সব্জি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করল কংগ্রেস। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে রবিবার নারকেলডাঙা বাজারে ওই দোকানের আয়োজন করা হয়েছিল। ছিলেন প্রাক্তন কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের শাহিনা জাভেদ, সুমন রায়চৌধুরী প্রমুখ। উদ্যোক্তাদের তরফে মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের বক্তব্য, ‘‘মণিপুর, হরিয়ানা জ্বলছে। চলন্ত ট্রেনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিশানা করে গুলি করে মারা হচ্ছে, সারা দেশে বিভেদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি এবং আরএসএস। এ সবের বিরুদ্ধে মানুষে মানুষে ভালবাসার বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’’ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই এ দিন ওই দোকান থেকে স্বল্পমূল্যে সব্জি-সহ কিছু জিনিস সাধারণ মানুষের মধ্যে বিক্রি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement