হিজাব-বিতর্কে রাজভবনের সামনে বিক্ষভ কংগ্রেসের। নিজস্ব চিত্র।
হিজাব-বিতর্কে এ বার পথে নেমে প্রতিবাদে শামিল হল কংগ্রেস। রাজভবনের সামনে শুক্রবার মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ হল ‘বিভাজনের রাজনীতি’র বিরুদ্ধে। হিজাব পরে রাজভবনের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের মহিলা কর্মীরা। ছিলেন দলের যুব কর্মী-সমর্থকেরাও। মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পালের বক্তব্য, কর্নাটকের হিজাব-বিতর্ক কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন্দ্রে বিজেপি সরকার থাকাকালীন সারা দেশেই নানা ঘটনায় সংবিধানে স্বীকৃত ব্যক্তির অধিকার লঙ্ঘন করা হচ্ছে, সম্প্রীতির পরিবেশ নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধেই তাঁদের প্রতিবাদ। পুলিশ অবশ্য এ দিন বিক্ষোভকারীদের গ্রেফতার করেনি। রাস্তা আটকে বেশ কিছু ক্ষণ প্রতিবাদের পরে পুলিশের অনুরোধে বিক্ষোভ তুলে নেওয়া হয়।