ওয়াকফ বোর্ডের কাছে কংগ্রেস সংখ্যালঘু সেলের বিক্ষোভ নিজস্ব চিত্র।
সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নের দাবিতে এবং ওয়াকফ দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল। ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণে বেনিয়মের পাশাপাশি তাদের আরও অভিযোগ, দরগা রোডে মুসলিম কবরস্থানে অবৈধ নির্মাণ হচ্ছে। সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শামিম আখতার এবং মহম্মদ মুখতার আনসারির নেতৃত্বে বুধবারের বিক্ষোভে শামিল হয়েছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল-সহ কংগ্রেসের অন্য নেতারা। বিক্ষোভের পরে ওয়াকফ বোর্ড কর্তৃপক্ষের কাছে দাবিপত্রও দিয়েছেন সংখ্যালঘু সেলের প্রতিনিধিরা।