Congress

Congress: বিদ্যুৎ নিয়ে ফের বিক্ষোভে কংগ্রেস  

কংগ্রেস কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বাধে। পুলিশ লাঠি চালিয়েছে বলেও কংগ্রেস নেতাদের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ০৫:৪৬
Share:

ফাইল চিত্র।

বিদ্যুতের বাড়তি মাসুল এবং রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ বার রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিধাননগরে মঙ্গলবার ওই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেস। জমায়েত ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, উত্তর ২৪ পরগনা জেলা (শহর) কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, প্রদীপ প্রসাদ, তপন আগরওয়ালেরা। কংগ্রেস কর্মী-সমর্থকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি বাধে। পুলিশ লাঠি চালিয়েছে বলেও কংগ্রেস নেতাদের অভিযোগ। গোলমালের পরেও কংগ্রেসের প্রতিনিধিরা অবশ্য বিদ্যুৎ দফতরে গিয়ে দাবিপত্র দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement