Congress

অ্যাডিনো, রান্নার গ্যাসে সরব কংগ্রেস

নেতৃ্ত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক। ঘটনাস্থল থেকে পুলিশ ২২ জনকে গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ০৭:০২
Share:

রাজভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ।

অ্যাডিনো ভাইরাসে শিশুমৃত্যুর ঘটনা এবং রান্নার গ্যাসের ফের দামবৃদ্ধি, এই জোড়া প্রশ্নে আসরে নামল কংগ্রেস। বি সি রায় শিশু হাসপাতালে গিয়ে সোমবার কংগ্রেস নেতারা অধ্যক্ষ এবং মেডিক্যাল সুপারের সঙ্গে দেখা করেন। ছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী ও প্রদীপ প্রসাদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়েরা। তাঁদের দাবি, অ্যাডিনো ভাইরাস ঘটিত রোগের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল বা ইউনিট-সহ আরও পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, সচেতনতার প্রচার চালাতে হবে। রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু ৫০ টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে এ দিনই রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। নেতৃ্ত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক। ঘটনাস্থল থেকে পুলিশ ২২ জনকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement